কৌতুক পড়তে ও শুনতে বরাবরই ভাল লাগে। কিছুক্ষনের জন্য হলেও মনটা প্রফুল্ল থাকে। হোক না সে কমন বা আনকমন কৌতুক। 
ডাক্তার রোগীকে জানালেন, আপনার জন্য দুইটা খবর আছে। একটা খারাপ আর আরেকটা ভীষন খারাপ খবর। তো বলুন, কোনটা আগে শুনবেন?
রোগী : খারাপটাই আগে বলুন।
ডাক্তার : আপনার টেষ্টের সবগুলো রেজাল্ট এসে গেছে। রিপোর্ট অনুযায়ী আপনি আর ৪৮ ঘন্টা বাঁচবেন।
রোগী : এরচেয়ে আরও খারাপ খবরটা কি হতে পারে?
ডাক্তার : এই খবরটা দেয়ার জন্য গত পরশুদিন থেকে আপনাকে আমি খুঁজছি।
ইনেসপেক্টর : এই ব্যাটা, শুনলাম শাপলার মোড়ে তুমি এক সপ্তাহে ১৫ বারের বেশী ছিনতাই করেছো।
ছিনতাইকারী : কি করবো স্যার! আমি আবার আপনাদের মতো কাজে ফাঁকি দিতে পছন্দ করি না।
জটাবাবা তার অনুসারীদের নিয়ে বঙ্গোপসাগরে গেছেন স্নানের জন্য। উদ্দেশ্য ভক্তদের পাপ ধুয়ে ফেলা।
পানিতে নামার আগে জটাবাবা ভক্তদের উদ্দেশ্যে বললেন যে, যার যার পাপ ধুয়ে পাপমুক্ত হবে তারা অনায়াসেই পানি থেকে উঠে পড়তে পারবে।
গোসল শেষ করে সবাই একে একে উঠে পড়লো কিন্তু জটাবাবার ওঠার কোন নাম নেই।
তা দেখে একজন বলল, কি জটাবাবা, আপনি উঠছেন না কেন?
জটাবাবা উত্তরে বললেন, "বৎস, পাপ ধোয়ার সাথে সাথে যে আমার গামছাটাও ধুয়ে চলে যাবে তা আমার ধারনাতেও ছিল না।"
ইউরোপের এক দেশে একজন খুনিকে জজ মৃত্যুদন্ড দিয়েছেন।
সেই দেশের নিয়ম অনুযায়ী মৃত্যুর পূর্বে জজ এসে তার শেষ ইচ্ছা রাখবেন।
খুনিকে ইলেক্ট্রিক চেয়ারে বসানোর পরে জজ সাহেব এলেন।
জজ : তোমার শেষ অনুরোধ বা ইচ্ছা কি বলো, আমি অবশ্যই রাখবো।
আসামী কিছুক্ষন ভেবে বললো, স্যার আমার শেষ ইচ্ছা -আপনার হাতটি ধরে আমি মরতে চাই।
একদিন এক বাউল গেলেন সদাই-পাতি কিনতে। কিছু সদাইকেনার জন্য মুদি দোকানে দাড়ালেন।
দোকানদার : আসুন বাবাজি, কি দরকার আপনার?
বাউল : বাবা, আপনার দোকানে ভালো মানের চাউল হবে?
দোকানদার : জ্বী হবে, এই দেখুন ৪০ টাকা কেজি।
বাউল : আচ্ছা বাবা এই চাউল তাহলে আমার ১০ কেজি দিন। আপনার কাছে দেশী মশুরের ডাউল হবে?
দোকানদার : হ্যাঁ বাবা ১০০% দেশী ডাউল, মাত্র ৯৫ টাকা।
বাউল : আচ্ছা বাবা তাহলে আমাকে ১ কেজি ডাউল দিন।
সদাই নেয়ার পর ঐ বাউল সম্পুর্ন টাকা পরিশোধ করলেন। এরপর দোকানদার একটু সংকোচ করে বাউলকে বললেন,
দোকানদার : বাবাজি অনেক লোককে দেখি সাধু বা সুন্দর ভাষায় কথা বলেন, কিন্তু আপনার ভাষাটা একটু বেশি সাধু। যেমন আপনি চাল-কে চাউল, ডাল-কে ডাউল বলেন এই আর কি।
বাউল (একটা দীর্ঘনিঃশ্বাস ছেড়ে) : বাবারে চাউল-কে যদি আমি চাল এবং ডাউল-কে যদি আমি ডাল বলি তাহলে আমার মত বাউল-কে আপনারা কি বলবেন?
সংগৃহিত (নিজের মতো করে লেখা)।
ডাক্তার রোগীকে জানালেন, আপনার জন্য দুইটা খবর আছে। একটা খারাপ আর আরেকটা ভীষন খারাপ খবর। তো বলুন, কোনটা আগে শুনবেন?
রোগী : খারাপটাই আগে বলুন।
ডাক্তার : আপনার টেষ্টের সবগুলো রেজাল্ট এসে গেছে। রিপোর্ট অনুযায়ী আপনি আর ৪৮ ঘন্টা বাঁচবেন।
রোগী : এরচেয়ে আরও খারাপ খবরটা কি হতে পারে?
ডাক্তার : এই খবরটা দেয়ার জন্য গত পরশুদিন থেকে আপনাকে আমি খুঁজছি।
ইনেসপেক্টর : এই ব্যাটা, শুনলাম শাপলার মোড়ে তুমি এক সপ্তাহে ১৫ বারের বেশী ছিনতাই করেছো।
ছিনতাইকারী : কি করবো স্যার! আমি আবার আপনাদের মতো কাজে ফাঁকি দিতে পছন্দ করি না।
জটাবাবা তার অনুসারীদের নিয়ে বঙ্গোপসাগরে গেছেন স্নানের জন্য। উদ্দেশ্য ভক্তদের পাপ ধুয়ে ফেলা।
পানিতে নামার আগে জটাবাবা ভক্তদের উদ্দেশ্যে বললেন যে, যার যার পাপ ধুয়ে পাপমুক্ত হবে তারা অনায়াসেই পানি থেকে উঠে পড়তে পারবে।
গোসল শেষ করে সবাই একে একে উঠে পড়লো কিন্তু জটাবাবার ওঠার কোন নাম নেই।
তা দেখে একজন বলল, কি জটাবাবা, আপনি উঠছেন না কেন?
জটাবাবা উত্তরে বললেন, "বৎস, পাপ ধোয়ার সাথে সাথে যে আমার গামছাটাও ধুয়ে চলে যাবে তা আমার ধারনাতেও ছিল না।"
ইউরোপের এক দেশে একজন খুনিকে জজ মৃত্যুদন্ড দিয়েছেন।
সেই দেশের নিয়ম অনুযায়ী মৃত্যুর পূর্বে জজ এসে তার শেষ ইচ্ছা রাখবেন।
খুনিকে ইলেক্ট্রিক চেয়ারে বসানোর পরে জজ সাহেব এলেন।
জজ : তোমার শেষ অনুরোধ বা ইচ্ছা কি বলো, আমি অবশ্যই রাখবো।
আসামী কিছুক্ষন ভেবে বললো, স্যার আমার শেষ ইচ্ছা -আপনার হাতটি ধরে আমি মরতে চাই।
একদিন এক বাউল গেলেন সদাই-পাতি কিনতে। কিছু সদাইকেনার জন্য মুদি দোকানে দাড়ালেন।
দোকানদার : আসুন বাবাজি, কি দরকার আপনার?
বাউল : বাবা, আপনার দোকানে ভালো মানের চাউল হবে?
দোকানদার : জ্বী হবে, এই দেখুন ৪০ টাকা কেজি।
বাউল : আচ্ছা বাবা এই চাউল তাহলে আমার ১০ কেজি দিন। আপনার কাছে দেশী মশুরের ডাউল হবে?
দোকানদার : হ্যাঁ বাবা ১০০% দেশী ডাউল, মাত্র ৯৫ টাকা।
বাউল : আচ্ছা বাবা তাহলে আমাকে ১ কেজি ডাউল দিন।
সদাই নেয়ার পর ঐ বাউল সম্পুর্ন টাকা পরিশোধ করলেন। এরপর দোকানদার একটু সংকোচ করে বাউলকে বললেন,
দোকানদার : বাবাজি অনেক লোককে দেখি সাধু বা সুন্দর ভাষায় কথা বলেন, কিন্তু আপনার ভাষাটা একটু বেশি সাধু। যেমন আপনি চাল-কে চাউল, ডাল-কে ডাউল বলেন এই আর কি।
বাউল (একটা দীর্ঘনিঃশ্বাস ছেড়ে) : বাবারে চাউল-কে যদি আমি চাল এবং ডাউল-কে যদি আমি ডাল বলি তাহলে আমার মত বাউল-কে আপনারা কি বলবেন?
সংগৃহিত (নিজের মতো করে লেখা)।