Saturday, February 4, 2012

এবছর বাংলাদেশে আসছে পেপাল






অবশেষে এই বছরের মাঝামাঝি জুলাই  থেকে সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশে অনলাইন ভিত্তিক অর্থ বিনিময়/লেনদেন পেপালের আসার সম্ভাবনা আরো উজ্জ্বল হল। 






কিছু দিন আগে শেষ হওয়া ই-এশিয়া



সম্মেলন এ আমন্ত্রিত অতিথি ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট জন ডেভিস কে আমাদের বেসিস (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস ) কর্মকর্তাগণ বোঝাতে সক্ষম হন যে পেপাল দেশ এবং কোম্পানী উভয়ের জন্যই লাভজনক হবে আর মানি লন্ডারিং বা অর্থ পাচারের অহেতুক ভীতির কোন কারণ নাই। এরপর জন ডেভিস দেশে ফিরে পেপালের প্রধান নির্বাহির সাথে এ ব্যাপারে কথা বলেন। আর বাংলাদেশ যেহেতু আগে থেকেই পেপালের ব্যাপারে ইতিবাচক দৃষ্টি দিয়েছিল তাই  আর দেশের প্রশাসনিক বা আইনগত কোন সমস্যা নাই।আর প্রতিক্রিয়ায় আগ্রহ দেখিয়েছে পেপাল কর্মকর্তাবৃন্দ।






উল্লেখ্য আমাদের দেশ-এ পেপাল সাপোর্ট না করায় দেশের ফ্রিল্যান্সার এবং আইসিটি এ কাজে ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হত।

No comments:

Post a Comment